Thursday, March 18, 2010

দেবিদ্বার পুলিশের আরেকটি সফলতা: বিধবা আনোয়ারার হত্যাকারী ঘাতক আল আমিন গ্রেফতার

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার উত্তর ভিংলাবাড়ি এলাকার চাঞ্চল্যকর বিধবা আনোয়ারা হত্যাকারী আল আমিন (২০)কে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে গত বৃহস্পতিবার গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, পৌর সভার উত্তর ভিংলাবাড়ি এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) কে গত ৩ মার্চ (বুধবার) দিবাগত রাতে তার নিজ ঘরে গলায় উড়না পেচিয়ে শ্বাসরোদ্ধ করে হত্যা করে এবং গলায় থাকা স্বর্ণের চেইন, আংটি ও দুটি মোবাইল নিয়ে যায়। ওই দিনই নিহতের একমাত্র মেয়ে হ্যাপী আক্তার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ গত ৪ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিহতের দেবর মজিবুর রহমান ও তার প্রথম স্ত্রী মমতাজকে। পুলিশ তদন্ত শেষে হত্যার রহস্য উৎঘাটনসহ বৃহস্পতিবার সকালে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে ঘাতক আল আমিনকে গ্রেফতার করতে সম হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আল আমিন হত্যার সাথে জড়িত থাকার কথা শিকার করেছে এবং হত্যার সাথে আরো দুইজন জড়িত রয়েছে বলে জানায়। আল আমিন জানায়, পাঁচ লাখ টাকার জন্যই মূলত আনোয়ারাকে হত্যা করা হয়েছিল। ঘাতক আল আমিন গ্রেফতার হলেও আরো দুই ঘাতক পলাতক রয়েছে। ওই দুই ঘাতককে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। শুক্রবার কুমিল্লার জুডিশিয়ান ম্যাজিষ্ট্রেটের আদালতে আল আমিন ওই বিধবা আনোয়ারা বেগমের হত্যার লোমহস্যকর স্বীকারোক্তি প্রদান করেছে। গত তিন বছরে দেবিদ্বারে কয়েকটি হত্যাকান্ডের রহস্য উৎঘাটনসহ মূল আসামিদের গ্রেফতারের রহস্য সম্পর্কে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম সাংবাদিকদের জানান, থানার সকল স্টাফ এবং কর্মকর্তদের টিমওয়ারী কাজ ও ভাতৃত্তবোধই সফলতার মূল কারণ। তিনি আরোও জাানান আল আমিনকে গ্রেফতার করা হয়েছে, পলাতক আরো দুইজনকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে এবং হত্যার পেছনে অন্য কোন রহস্য লুকায়িত রয়েছে কিনা তিয়ে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment